এবার নতুন ওয়েব সিরিজে এক প্রতিবাদী চরিত্রে দর্শক পাওলি দামকে দেখা যাবে। তিনি নতুন চ্যালেঞ্জ নিয়েছেন। তাঁর সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘কাবেরী’ মুক্তির অপেক্ষায়। পরিচালনায় সৌভিক কুন্ডু। এ সিরিজে একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন পাওলি। চরিত্রটি পারিবারিক হিংসার শিকার। শিক্ষিকার সঙ্গে এক ছাত্রীর সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে। আপাত ভীরু স্বভাবের চরিত্রটি শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়ায়, তার উত্তর দেবে এ সিরিজ। উল্লেখ্য, প্রথমে সিরিজের নাম স্থির হয়েছিল ‘গুটিপোকা’। পরে অবশ্য ‘কাবেরী’ নামটিই চূড়ান্ত হয়েছে। এটি মুক্তি পাবে ‘হইচই’-এ।