গত মার্চে ‘লালন’ ব্যান্ডকে বিদায় বলে দেন দলনেতা ও ড্রামার থিন হান মং তিতি। ‘ব্যান্ডের চেয়ে ব্যক্তির প্রাধান্য’ বেড়ে যাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন তখন। এরপর আর ব্যান্ডটিকে কোনো কনসার্টে অংশ নিতে দেখা যায়নি। এবার অভিমান ভেঙে মে মাসেই ব্যান্ডে ফেরেন তিনি। নতুন চমক নিয়ে আসছে লালন। ১৭ অক্টোবর ফকির লালন শাহর ১৩৪তম তিরোধান দিবসে মুক্তি পাবে লালন ব্যান্ডের নতুন অ্যালবাম ‘বাউলস অব বেঙ্গল’। এতে থাকছে সাতটি গান। ছয় বছর পর নতুন অ্যালবাম নিয়ে লালন। লালন ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রথম গান ‘একটা বদ হাওয়া’ এসেও গেছে গত শুক্রবার।