শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

শিক্ষানীতি বাতিল না করলে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষানীতি বাতিল না করলে আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মো. রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আগামী ২৬ মের মধ্যে বর্তমান শিক্ষানীতি বাদ দেওয়ার ঘোষণা না দিলে ২৭ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের মাধ্যমে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, কঠোর আন্দোলন গড়ে উঠলে সরকারের আখের রক্ষা হবে না। গতকাল বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ‘ধর্মহীন শিক্ষানীতি, সেক্যুলার শিক্ষা আইন এবং নাস্তিক্যবাদী’ সিলেবাস বাতিলের দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নগর সভাপতি অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আহমদ আবদুল কাইয়ূম ও এইচ এম সাইফুল ইসলাম সভা পরিচালনা করেন। তিনি আগামী ১০-২৬ মার্চ জনমত গঠনের লক্ষ্যে উল্লিখিত বিষয়ে খোলা চিঠি বিতরণ, ১২ মে দেশব্যাপী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান, ১৬ মে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি, ২০ মে শিক্ষক সমাবেশ, ২১ মে উলামা-মাশায়েখ সম্মেলনের কর্মসূচির ঘোষণা দেন। ২৭ মে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশসহ সব কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহাবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।

সর্বশেষ খবর