রবিবার, ১১ জুন, ২০২৩ ০০:০০ টা

১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১২ কোটি টাকার কোকেনসহ ভারতীয় গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার কোকেনসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। তার নাম সালোমে লালরামদহারি। শুক্রবার রাত সোয়া ১টার দিকে মরক্কো থেকে কাতারের দোহা হয়ে ঢাকায় আসেন সালোমে। পরে কাতার  এয়ারওয়েজের ওই ফ্লাইট থেকে তাকে গ্রেফতার করা হয়। জব্দ করা কোকেনের ওজন ১ হাজার ৮০০ গ্রাম। চোরাচালানের উদ্দেশ্যেই কোকেনগুলো বাংলাদেশে আনা হয় বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা। গতকাল এসব তথ্য নিশ্চিত করেন সিআইআইডি উপ-পরিচালক নাজমা জ্যাবিন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো মাদক বহন করছেন না বলে জানান ওই যাত্রী। কিন্তু আচরণ সন্দেহজনক হওয়ায় তার লাগেজ স্ক্যানিং ও দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব পাওয়া যায়। এরপর যাত্রীর বহন করা লাগেজ তল্লাশি করে ১ হাজার ৮০০ গ্রাম সাদা রঙের কোকেনসদৃশ মাদক পাওয়া যায়। ড্রাগ কিট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) এটিকে কোকেন হিসেবে চিহ্নিত করেছে। গ্রেফতার সালোমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সালোমের বাড়ি ভারতের মিজোরামে।

সর্বশেষ খবর