জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিমদের হাত থেকে আল্লাহ বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্তি দিয়েছেন। বিগত সরকারের অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, আমাদের শীর্ষ দায়িত্বশীল ১১ জন নেতাকে বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ, সাজানো সাক্ষী, বানানো আদালতে প্যানেল কোড বসিয়ে হত্যা করা হয়েছে। বিচার পাব কি না জানি না। তবে বিচারের জন্য লড়াই করে যাব। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে সবাইকে দেশে ফিরিয়ে এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।
গতকাল ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হুসাইন। আরও বক্তব্য রাখেন ঝিনাইদহ শহর আমির হারুন উর রশীদ, জেলা শিবির সভাপতি মনিরুজ্জামান মিঠু, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ আবু মুসাসহ আঞ্চলিক ও জেলা-উপজেলা নেতৃবৃন্দ। কর্মিসভা পরিচালনা করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সিন্ডিকেট করে বাজারে দাম বাড়িয়েছিল এখনো তারা সিন্ডিকেট পরিচালনা করছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আমাদের মাগুরা প্রতিনিধি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল ঝিনাইদহে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার পথে সকাল ১০টায় মাগুরা শহরের ভায়না মোড়ে এক পথসভায় বক্তব্য রাখেন। পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির এম বি বাকের। পথসভায় তিনি বলেন, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে, বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। এ যাত্রায় গোটা দেশবাসীর সহযোগিতা চাই।