যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় প্রতারণার আশ্রয় নেওয়ায় যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র পরিচালনা বিভাগের ৩৪ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মার্কিন বিমান বাহিনীর শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা বুধবার এ খবর জানিয়েছেন।
মাদকের ব্যবহার নিয়ে ছয়টি ঘাঁটির ভিন্ন ভিন্ন কয়েকটি অভিযোগের বিশেষ তদন্ত করতে গিয়ে পরীক্ষায় প্রতারণার এ ঘটনা বেরিয়ে আসে। বিমান বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল মার্ক ওয়েলশ জানান, ওই ৩৪ কর্মকর্তাকে তাদের ডিউটির বিষয়ে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তবে, তাদের অযোগ্যতার কারণে পরমাণু অস্ত্র পরিচালনার বিষয়টি ঝুঁকির মুখে পড়েনি। তাদের কারণে এ কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন এ কর্মকর্তা আরও বলেন, প্রতারণায় জড়িত এসব কর্মকর্তার এ ধরনের অযোগ্যতা দূর করা কঠিন। এ ধরনের প্রতারণা নীতি-নৈতিকতার মারাত্মক লঙ্ঘন বলে উল্লেখ করেন তিনি। আল জাজিরা।