বরিশালের বাজারে বড় সাইজের ইলিশ মাছ মিললে কাক্সিক্ষত ক্রেতা পাচ্ছেন না বিক্রেতারা। ফলে বড় সাইজের ইলিশ মাছের দাম কমেছে। বরিশাল নগরীর বেলতলা বাজারের খুচরা বিক্রেতা মো. জাকির হোসেন জানান, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়ছে, ফলে জেলেদের জালে বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। তাই দাম একটু কম।
নগরীর পোর্ট রোড ইলিশ মোকামের আল-আমিন ফিশ সাপ্লাইয়ারের মো. জামাল বলেন, বর্তমানে সাগরে মাছ নেই। স্থানীয় নদীতে বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। গতকাল মোকামে ১ কেজি ৭০০ গ্রাম সাইজের ইলিশ পাওয়া গেছে। স্থানীয় নদীর অন্তত ৩৫-৪০ মণ ইলিশ কেনাবেচা হয়েছে। পাইকারিতে ১ কেজি ৭০০ গ্রামের ইলিশ ২০১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। দেড় কেজি সাইজের ইলিশ ১৮০০, ১ কেজি সাইজের ইলিশ ১৫০০, এলসি ১২৬০ ও ভেলকা ১৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতা অভি বলেন, বর্তমানে ছোট সাইজের ক্রেতা বেশি। বড় সাইজের ইলিশের ক্রেতা নেই। যার কারণে বড় সাইজের ইলিশের দাম কমে গেছে। বড় সাইজের ইলিশ ক্রেতা মূলত বিভিন্ন স্থান থেকে আসে। কারফিউ থাকায় তারা না আসায় বড় সাইজের ইলিশ বিক্রি হয় না। এলে মাছের দাম বাড়ত। তিনি ১ কেজি ৭০০ গ্রাম সাইজের প্রতি পিস ইলিশ মাছ ২২০০, দেড় কেজি সাইজের ২০০০, ১ কেজি ২০০ গ্রাম সাইজের প্রতি কেজি ১৮০০, ১ কেজি সাইজের ১৬০০, এলসি ১৫০০ এবং ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১৩০০ টাকা দরে বিক্রি করছেন। বরিশাল সদর উপজেলার তালতলী বাজারের মাছ ব্যবসায়ী নাইম সিকদার বলেন, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকা ও পানি বাড়ার কারণে বড় সাইজের ইলিশ নদীতে উঠে এসেছে। যার কারণে বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে বেশি। তাই দাম অনেক কম। জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমলচন্দ্র মজুমদার বলেন, ইলিশের মৌসুম শুরু হয়েছে। আরও মাছ ধরা পড়বে। দামও কমবে। বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি জেলেদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ছে। এতে প্রতীয়মান হচ্ছে ইলিশ সংরক্ষণের বিজ্ঞানভিত্তিক যে কার্যক্রম নেওয়া হয়েছে তার সফলতা এসেছে। আগামী অক্টোবর পর্যন্ত এ অবস্থা থাকবে। কয়েক দিন আগে ধরা পড়া ইলিশের সাইজ ৮০০ গ্রাম থেকে ১ কেজির ওজনের ছিল। এখন ১ কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি সাইজের বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। নদীতে এসে ইলিশের ওজন বাড়ছে; যা স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের জন্য সুফল বয়ে আনবে।’