দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার উদ্যোগকে অভিনন্দন জানিয়ে গতকাল বিকালে নোয়াখালী-৪ আসনের চারবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে মাইজদীতে বিশাল সমাবেশ করা হয়েছে।
এ সমাবেশে তিনি দলীয় নেতা-কর্মীদের সব ভেদাভেদ ভুলে দেশ রক্ষার স্বার্থে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রবীণ আওয়ামী লীগ নেতা ছায়দুল ছাদুর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছেরের পরিচালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান, সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাহার ইশরাক শাবাব চৌধুরী, কবিরহাট পৌরসভা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুমি, জেলা যুবলীগের আহ্বায়ক বাবু ইমন ভট্ট, জেলা জজ কোর্টের পিপি গুলজার আহম্মেদ জুয়েল, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন, চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু ও জেলা যুবলীগ নেতা একরামুল হক বিপ্লব প্রমুখ।