নৌ পুলিশের নায়েক পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। তার নাম মো. ফরহাদ হোসেন শুভ। গত বুধবার রাতে ঢাকা থেকে ট্রেনে নারায়ণগঞ্জ যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল এসব তথ্য জানান ঢাকা জেলা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।
তিনি বলেন, শুভ পুলিশের ইউনিফর্ম পরে বিভিন্ন ট্রেনে ঘুরে প্রতারণা ও প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তিনি পুলিশের ভুয়া পরিচিতি নম্বর ব্যবহার করে পলওয়েল সুপার মার্কেট থেকে ইউনিফর্ম সংগ্রহ করেছিলেন। তার বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফরমে নৌ পুলিশের পোশাক পরে ঘোরাঘুরির সময় সন্দেহ হওয়ায় তাকে আটক করে ঢাকা রেলওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে তার র্যাঙ্ক ব্যাজ, বিপি নম্বরসহ কোনো প্রশ্নের সদুত্তর দিতে পারেনি।