বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ার বলেন, শ্রমিকদের সব সমস্যার সমাধানে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। বর্তমানে পুলিশ কাঠামো অনেকটা ভেঙে পড়েছে। এক্ষেত্রে সেনাবাহিনী বা যৌথ বাহিনীকে ব্যবহার করা যেতে পারে। শ্রমিকদের আন্দোলনের ফলে যেসব কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলোর নিরাপত্তা বাড়াতে হবে। পাশাপাশি যৌথ বাহিনী যদি নিয়মিত টহল দিয়ে শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে এটা ব্যবসার জন্য মঙ্গলজনক হবে।
গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিজিএপিএমইএ সভাপতি বলেন, ব্যবসা এবং ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য এলাকাভিত্তিক জোনাল টিম গঠন করা যেতে পারে। এই টিমে মালিক, শ্রমিক ও যৌথ বাহিনী একসঙ্গে কাজ করবে। তাহলে হয়তো উদ্ভূত পরিস্থিতির সমাধান হতে পারে। মো. শাহরিয়ার বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো তাদের মনে যে ভীতি বা শঙ্কা রয়েছে তা দূর করতে হবে। এ ছাড়া বড় দাগে আরও দুটি সমস্যা রয়েছে। একটি হলো ব্যাংকিং খাতের সমস্যা ও অন্যটি শ্রমিকদের নিয়ে কারখানাগুলোর সমস্যা।