ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতা চ্যালেঞ্জ জানিয়ে হওয়া একাধিক আপিলের শুনানি হয়েছে গতকাল। শুনানি শেষে দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে উপাসনাস্থলগুলো নিয়ে আপাতত নতুন কোনো ধরনের মামলা করা যাবে না।
যতদিন আইনটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে করা আবেদনের শুনানি চলছে, ততদিন নতুন মামলা করা উচিত নয় জানিয়েছেন শীর্ষ আদালত। নিম্ন আদালতেও উপাসনাস্থলের অবস্থা নিয়ে কোনো ধরনের রায় বা নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে।
বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালে ১৯৯১ সালে উপাসনাস্থল আইনটি পাস হয়েছিল। ওই আইন অনুযায়ী ১৯৪৭ সালের ১৫ আগস্ট যে সম্প্রদায়ের উপাসনাস্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না। বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।
গতকালের শুনানি চলাকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলেন, বিষয়টি বিচারাধীন। আমরা মনে করি কোনো নতুন মামলা করা উচিত নয়। নতুন করে মামলা করা হবে না। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে বলা হয়েছে।