অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে শিল্পাঞ্চলের স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির নিশ্চয়তা, চাহিদামতো জ্বালানি সরবরাহ, আর্থিক খাত সংস্কার, দলীয়করণমুক্ত বাণিজ্য সংগঠন, অর্থনীতির সার্বিক খাত নিয়ে কাজ করার দাবি জানাবেন ব্যবসায়ীরা। জাতীয় ব্যবসা সংলাপে প্রধান উপদেষ্টার কাছে এসব দাবি জানাবেন তারা। এ ছাড়াও ব্যবসায়ীদের জন্য সরকারের বার্তা কী তাও ড. ইউনূসের কাছ থেকে শুনতে চান ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে এসব জানা গেছে।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ব্যবসা সংলাপের আয়োজন করেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ ইউনূস। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর নেতা-কর্মীরাও। একাধিক ব্যবসায়ী নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় ব্যবসা সংলাপে প্রধান উপদেষ্টার কাছে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার দাবিই অগ্রাধিকার পাবে। এ ছাড়াও ভঙ্গুর আর্থিক খাত সংস্কার, দলীয়করণমুক্ত বাণিজ্য সংগঠন, শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে চাহিদামতো জ্বালানি সরবরাহ, অর্থনৈতিক সমস্যার তাৎক্ষণিক সমাধান, মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, সামষ্টিক চলকসমূহের ভারসাম্য বজায় রাখা, প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার বিষয়ে (সামষ্টিক অর্থনীতি) দাবি দাওয়া তুলে ধরবেন ব্যবসায়ীরা। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফ আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আজকের জাতীয় ব্যবসা সংলাপে সরকারের দিকনির্দেশনা শুনতে চাই আমরা। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিল্পকারখানায় হামলা-ভাঙচুর, জ্বালাও-পোড়াও করা হচ্ছে। বিক্ষোভের জের ধরে আশুলিয়া, সাভারসহ দেশের বিভিন্ন স্থানে তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল গতকালও। ফলে পোশাক কারখানার পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যান্য শিল্পকারখানার মালিকরাও। তারা বলেছেন, শিল্পকারখানায় হামলা ভাঙচুরের সঙ্গে শ্রমিকরা জড়িত নয়। রাষ্ট্রবিরোধী একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসতে চায়। এর অংশ হিসেবে দেশের শিল্পকারখানায় আক্রমণ করা হচ্ছে। যে কারখানা শ্রমিকদের বেতন-ভাতা দেয়, সেই কারখানায় শ্রমিকরা হামলা ভাঙচুর করতে পারে না বলে বিশ্বাস মালিকদের। তাই সবার আগে ব্যবসায়ীরা শিল্পকারখানার উৎপাদন চালু রাখতে স্বাভাবিক আইনশৃঙ্খলার নিশ্চয়তা চাইবেন প্রধান উপদেষ্টার কাছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শিল্পকারখানা ঠিকমতো না চললে লাখ লাখ শ্রমিক বেকার হবে। তাই কারখানায় জ্বালাও-পোড়াও ভাঙচুর বন্ধ করতে হবে। কারখানা সুষ্ঠুভাবে যেন চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে।