বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রে আমরা দেশের সমতল এবং পাহাড়ে বৈষম্য দেখতে চাই না। ঢাকায় বসে একজন নাগরিক যে ধরনের সুবিধা পাবেন, বান্দরবানে বসবাসকারী সাধারণ মানুষও যাতে সে সুবিধা পেতে পারেন- সেজন্যই আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি।’ তিনি বলেন, ‘আমরা সারা দেশের পাহাড় ও সমতলে বিশ্বমানের শিক্ষা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই।’
গতকাল সকালে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট (কেএসআই) মিলনায়তনে আয়োজিত ছাত্র-জনতার মতবিনিময় সভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় ও চট্টগ্রামের সমন্বয়কসহ বান্দরবানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং তরুণরা উপস্থিত ছিলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা এখনো ওত পেতে আছে। সুযোগ পেলেই তারা বহু জীবনের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার ওপর আঘাত হানতে পারে।’ এমন অবস্থায় জুলাই-আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, জনগণের অধিকার রক্ষায় সবাইকে সার্বক্ষণিক সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে আহতদের দেখতে এবং ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করতে তিনি বান্দরবান সফরে আসেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিস্টদের সরাতে শত শত ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তারা তো কোনো পদ-পদবি চাননি। আন্দোলন শেষে আমরা যখন রাষ্ট্র ও সরকার মেরামতের কাজে হাত দিয়েছি, তখন অনেকেই পদ-পদবির জন্য উঠেপড়ে লেগেছেন।