গোপালগঞ্জে রাস্তায় ছাগল বাঁধাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা জানান, খাগাইল গ্রামের দুলাল মোল্যা রাস্তার ওপর ছাগল বেঁধে রাখে। এ সময় জহুরুল মোল্যা মাদরাসায় যাওয়ার সময় ছাগল বেঁধে রাখা দড়িতে বাধা পেয়ে পড়ে যান। পরে রাস্তার ওপর কেন ছাগল বেঁধে রাখা হয়েছে জানতে গেলে দুলাল মোল্যা ও তার লোকজন জহুরুলকে মারধর করে। বিষয়টি জানাজানি হলে দুই পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
মারাত্মক আহত আজিজুল মোল্যা, জহুরুল মোল্যা, বিনু বেগম, জুবা মোল্যা ও রেজান মোল্যাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেছেন ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করতে আসেনি। এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।