রাজধানীর শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পিএসের দায়িত্বে নিয়োজিত কালচারাল অফিসার আবু সালেহ মো. আবদুল্লাহ ও কালচারাল অফিসার সাদিয়া বিনতে আফজলের তালাবদ্ধ কক্ষে তল্লাশি চালিয়ে ২১ লাখ ৬০ হাজার টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। গতকাল শিল্পকলা একাডেমির সচিব সালাউদ্দিনের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযুক্তদের উপস্থিতিতে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এর আগে সাবেক মহাপরিচালকের কক্ষে তল্লাশি চালিয়ে ২ লাখ টাকা এবং কালচারাল অফিসার এম মোস্তাক হোসেনের কক্ষে তল্লাশি চালিয়ে ২০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর অভিযুক্তসহ মোট ১০ জন কালচারাল অফিসারকে ওএসডি করা হয়।