গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের তৃতীয় পৃষ্ঠায় ‘বিএনএস গ্রুপের চেয়ারম্যান বুলুর বিরুদ্ধে গুলশানে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ বুলু। এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমি কারও সম্পত্তি দখল করিনি। নূর জাহান বেগম যে অভিযোগ তুলেছেন তা একেবারেই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি ওই সম্পত্তি আদালত কর্তৃক নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ক্রয় করেছি।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি বাংলাদেশ প্রতিদিনের কোনো অনুসন্ধান নয়। জমির মালিক দাবি করা নূর জাহান বেগমের সংবাদ সম্মেলনের আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।