শিল্পাঞ্চল আশুলিয়ায় তৈরি পোশাক কারখানায় অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্পখাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ ছাড়া আশুলিয়ায় পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। শনিবার রাতে আশুলিয়ার কাঠগড়া, আমতলা, মন্ডলপাড়া ও জিরাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বানিবহ গ্রামের রাফিজুল মিয়া (২২), যশোরের ঝিকরগাছা থানার বারবাতপুর গ্রামের জিল্লুর রহমান (২০), পটুয়াখালীর কলাপাড়া থানার টিয়াখালী গ্রামের জনি হাওলাদার (২২), সদর থানার কালিকাপুর গ্রামের রাকিব হাসান মুক্তা (৩৩) ও ঠেঙ্গাই গ্রামের আজমী তালুকদার (১৯), মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের আসিফ হাওলাদার (২১), টাঙ্গাইলের ধনবাড়ী থানার ওয়াসিম হোসেন (২৫), দিনাজপুরের চিরিরবন্দর থানার শ্যামনগর গ্রামের লিমন মন্ডল (২০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার বনগাঁও খন্দকার পাড়া গ্রামের আরিফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার জাপরা গ্রামের নাজমুল হুদা (২৪), শাহজাদপুর থানার বারইটেপরি গ্রামের মঞ্জুর হোসেন (২২), মানিকগঞ্জের দৌলতপুর থানার বাসাইল গ্রামের মনোয়ার হোসেন (২৫), ঢাকার কেরানীগঞ্জ থানার জিনজিরা রসুলপুর গ্রামের আবদুস সালাম (২৯), বরগুনার সদর থানার জাঙ্গালিয়া গ্রামের রাকিব হোসেন (২৮), চাঁদপুর সদর থানার ধনগ্রন্দি গ্রামের আবদুর রহমান (৩৫), ঝালকাঠির নলছিটি থানার সেওতা গ্রামের হানিফ খান (৪৫)।
অন্যদিকে পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার দুজন হলেন আশুলিয়া থানার গোপীনাথপুর গ্রামের নয়ন (২২) ও গল্প (১৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানা ভাঙচুর, শ্রমিকদের মারধর এবং বিশৃঙ্খলা করাসহ শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত। যৌথবাহিনীর চলমান অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।