পুরুষ পুলিশ পেছন থেকে মেয়েটির গলা টিপে ধরছে, লাথি মারছে, এলোপাতাড়ি কিল-ঘুষি দিচ্ছে- এ দৃশ্য আমরা টিভি আর সংবাদপত্রে দেখেছি; সামাজিক মাধ্যমের কল্যাণে জানতে পেরেছি পুলিশ সদস্যরা ওই সময় মেয়ে মিছিলকারীদের উদ্দেশে যাচ্ছেতাই ভাষায় গালিগালাজের তুবড়ি ছুটিয়েছে; ঘটনাটি ঘটেছে গেল ১০ মে যখন বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে উল্টো ছাত্রীরা লাঞ্ছিত হয় ও আন্দোলনকারীরা নির্যাতনের শিকার হয়। নারীর প্রতি স্বাধীন দেশের পুলিশ কতটা অসংবেদনশীল- এ ঘটনায় এক লাফে তা বেরিয়ে এসেছে। বেশ ক’বছর আগে, বিএনপি সরকারের সময়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে পুলিশ রাতের অন্ধকারে ঢুকে মেয়েদের বেধড়ক পিটিয়েছে; এ নিয়ে তখন আমরা ছাত্র-শিক্ষকরা তুমুল আন্দোলন গড়ে তুলি এবং এর ফলে তৎকালীন উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী পদত্যাগে বাধ্য হন। পেটানো পুলিশের ধর্ম ও প্রশিক্ষণ, মানলাম কিন্তু পুলিশ শামসুন্নাহার হলের মেয়েদের তখন যে ভাষায় খিস্তিখেউড় আর গালবাজি করেছে তা নিশ্চয়ই সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণ ম্যানুয়ালে ছিল না। তবু মারের সমান্তরালে মেয়েদের প্রতি কেন তাদের এই অশ্রাব্য গালমন্দ? কেন এই খিস্তিখেউড়? ঘেরাও কিংবা মিছিলের গতি থামাতে পেটানোর হুকুম পুলিশের প্রতি থাকে- এ আমাদের জানা, কিন্তু গালি দিতে হবে- এরকম নির্দেশনা নিশ্চয়ই তাদের দেওয়া হয় না। তবু কেন এটি হয়? তা বোঝার চেষ্টা করেছি তখন থেকেই। এর কারণ, বোধহয়, ছোটবেলা থেকেই অন্যদের মতো পুরুষতান্ত্রিক জল-হাওয়ায় বেড়ে ওঠায় পুলিশদের ভিতরে একটি ‘স্বাভাবিক পুরুষালি’ মানসিকতা বাসা বাঁধে- যেখানে নারীকে ছোট ভাবা, অসম্মান করা আর তুচ্ছজ্ঞান করার চিন্তাটি তাদের স্বভাবজাত হয়ে পড়ে; ফলে হাতে লাঠি আর মুখে পুরুষতান্ত্রিক গালি- এই হয় মেয়েদের প্রতি প্রজাতন্ত্রের পুরুষ পুলিশের আচরণ। ‘পুরুষতান্ত্রিকতা’ আর ‘পুলিশ’- মিলেমিশে রাষ্ট্র ও রাজপথে এক ভয়ঙ্কর ক্ষমতা কাঠামোর জন্ম দেয় যার নাম দিতে পারি ‘পুরুপুলিশতান্ত্রিকতা’; এই ‘পুরুপুলিশতান্ত্রিকতা’র প্রধান ভিকটিম হয় নারী; বাংলাদেশ রাষ্ট্রে নারীর প্রতি পুলিশের ‘অসভ্য গালি’ আর ‘হিংস লাঠি’র নির্যাতন নিয়ত চলছে; পুলিশের ‘লকলকে জিহ্বা’ আর ‘পুরুষালি দণ্ড’-এর পুরুষতান্ত্রিক পীড়ন- চলছে তা একই সমান্তরালে। বাংলা ‘পুরু’ শব্দের মানে ‘মোটা’, ‘ভারী স্তর’- ফলে নারী প্রতিপক্ষ হিসেবে ‘পুরুপুলিশতান্ত্রিকতা’র যে শক্তি তার পুরুত্ব অনেক স্তরযুক্ত ভীষণ শক্তিশালী। জিততে হলে তার চেয়েও বড় শক্তি নিয়ে প্রতিপক্ষের মোকাবিলা করতে হবে। এ থেকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করব পুলিশের বিভিন্ন প্রশিক্ষণ বা কর্মশালায় জেন্ডার বিষয়টি অন্তর্ভুক্ত করা যাতে অন্তত নারীর প্রতি দৃষ্টিভঙ্গি আর আচরণে পুলিশরা কিছুটা হলেও সংবেদনশীল হয়। তার মানে কি আমি এটা মেনে নিচ্ছি, পুরুষ কেবল নারীর প্রতি সংবেদনশীল হবে আর অন্যদের প্রতি তার পেটোয়া ভূমিকা জারি রাখবে, তা কিন্তু নয়; আমরা চাই পুলিশরা ক্রমে মানবিক হয়ে উঠুক, এটা বুঝতে শিখুক, যে লাঠি সে নাগরিকদের ওপর পেটানোর কাজে ব্যবহার করছে, তা কেনা হয়েছে জনগণের টাকাতেই; ‘পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক’- এই বড় প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করতে হবে ‘পুলিশ নারীর বন্ধু হয়ে উঠুক’ এই ছোট প্রকল্পটি সফল করার মধ্য দিয়ে।
রোবায়েত ফেরদৌস : সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, [email protected]
শিরোনাম
- চুয়াডাঙ্গায় ট্যাংকলরি চাপায় ইজিবাইক চালকসহ নিহত ৩
- ভারতের আধিপত্য রুখতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে : আব্দুস সালাম
- হাতিরঝিলে ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশি ৮০০ প্রতিযোগী
- পুঁজিবাজারের মাঠ খেলার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত: বিএসইসি কমিশনার
- দেড় কোটি প্রবাসীর ভোটাধিকার নিশ্চিতে ৫ দাবি
- চার ওমরাহ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত করলো সৌদি আরব
- ‘জুলাই শহিদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে কাজ করছে সরকার’
- ফজরকে আদালতে নেয়া নিয়ে অনিশ্চয়তা, শুরু হয়নি চারজনের রিমান্ড
- মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়, প্রশ্ন মাহফুজ আলমের
- হাজারীখিল অভয়ারণ্যে ৩৩ অজগর অবমুক্ত
- টাকা মেরে খাওয়ার জন্য আমরা ক্ষমতায় বসিনি: ধর্ম উপদেষ্টা
- ইরান ছেড়েছে জাতিসংঘের পরমাণু পরিদর্শক দল
- ৩ আগস্ট শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করবে এনসিপি
- খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- রাজশাহীতে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষা সামগ্রী বিতরণ
- ঝড়ের শঙ্কায় চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার
- সোনারগাঁয়ে পৌর বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ
- মারা গেলেন হলিউড অভিনেতা মাইকেল ম্যাডসেন
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
পর্যবেক্ষণ
‘পুরুপুলিশতান্ত্রিকতা’
রোবায়েত ফেরদৌস
অনলাইন ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর