Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৯ ডিসেম্বর, ২০১৬ ২৩:২৫
ডিএসইসি মিডিয়া কাপ
ক্রীড়া প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ। প্রয়াত সাংবাদিক এবি এম মূসার নামে উৎসর্গকৃত এ টুর্নামেন্টে ৩২টি গণমাধ্যম অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হলো— বাংলাদেশ প্রতিদিন,  আলোকিত বাংলাদেশ, দি ইন্ডিপেনডেন্ট, বাসস, বাংলানিউজ, যমুনা টিভি, যায়যায়দিন, জনকণ্ঠ, জাগোনিউজ, যুগান্তর, এটিএন নিউজ, করতোয়া, নওরোজ, অবজারভার, প্রথম আলো, ইনকিলাব, নয়া দিগন্ত, আরটিভি, সংবাদ, সংগ্রাম, সমকাল, সকালের খবর, মানবকণ্ঠ, চ্যানেল২৪, জিটিভি, বণিক বার্তা, ভোরের কাগজ, ইত্তেফাক, আমাদের সময়, ডিবিসি চ্যানেল, ৭১ টিভি ও মোহনা টিভি।

এই পাতার আরো খবর
up-arrow