নেপালে চলছে সরকারবিরোধী আন্দোলন। সরকার পতনের পরও যা শেষ পর্যন্ত সহিংসতায় রূপ নেয়। এমন পরিস্থিতিতে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দল আটকা পড়ে। বন্ধ হয়ে যায় রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। ফলে বাংলাদেশ দল হোটেলে থাকতেই বাধ্য হন। তিন দিনের উদ্বেগ, অনিশ্চয়তা আর অপেক্ষার পর বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি বিমানে নেপাল থেকে দেশে ফিরলেন জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা। গতকাল বিকাল ৪টা ৪০ মিনিটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে অবতরণ করে বিমানটি। ম্যাচ দুটির সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও সেখানে আটকা পড়েছিলেন, তাদেরও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী তাদের ফেসবুক পেজের পোস্টে জানায়, ‘নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিমানের বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে।’ দুদিন হোটেল বন্দি থাকায় মানসিকভাবে বিপর্যস্ত ফুটবলারদের ট্রমা কাটাতে উদ্যোগ নিয়েছে বাফুফে। সংস্থার সভাপতি তাবিথ আউওয়াল বলেন, যাদের প্রয়োজন আমরা তাদের মানসিক কোচিং ও সাইকোলজিক্যাল সাপোর্ট দেব। ফুটবল দলের দেশে ফেরার এই উদ্যোগ বাস্তবায়ন হয়েছে বাফুফে, বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত প্রচেষ্টায়। এ ছাড়া দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। এর আগে বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে গিয়েছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এরপর ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ খেলার কথা থাকলেও বাতিল হয়ে যায়। মঙ্গলবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২২ জনের মৃত্যুর পর নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ, পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। জারি করা হয় কারফিউ। বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দর। এ পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল দল কাঠমান্ডুর ক্রাউন ইম্পিরিয়াল হোটেলে আটকা পড়েন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ও অন্যরা। পরে তাদের নিরাপদে দেশে ফেরাতে তৎপর হয় বাংলাদেশ সরকার। নিয়মিত নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে থাকে সরকার। শেষ পর্যন্ত গতকাল সকালে স্থানীয় সময় পৌনে ৯টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা ২টা ৫৫ মিনিটে দেশের বিমান ধরেন ফুটবলাররা।
শিরোনাম
                        - একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
বিশেষ বিমানে দেশে ফিরলেন ফুটবলাররা
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                     
                                                    
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর
                        
                        
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                    
                    
                     
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        