তিনটি সোনার পদক। তিনটি অলিম্পিক রেকর্ড। অস্ট্রেলিয়ার সোনার মেয়ে মোলি ও’কালাহান। আগেই জয় করেন চার গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার ফ্রিস্টাইলের সোনার পদক। এবার জয় করলেন চার গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল। আগের দুটির মতো এবারও অলিম্পিক রেকর্ড গড়লেন। ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ড টাইমিং করে সোনা জয় করেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। এ ইভেন্টে ৭ মিনিট ৪০.৩৩ সেকেন্ড টাইমিং করে গত অলিম্পিকে রেকর্ড গড়েছিল চীনা দল। এবার তারা তৃতীয় হয়েছে। দ্বিতীয় হয়েছে কেটি লেদেকিদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দল। সুইমিংয়ে সোনার পদক জয়ের দিক দিয়ে এখনো এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তারা ৫টি সোনার পদক জয় করেছে। তবে ৪টি সোনার পদক জিতে ঠিক পরেই আছে যুক্তরাষ্ট্র। মোট পদক জয়ের দিক দিয়ে সাঁতারে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র (২০টি)। অস্ট্রেলিয়ার মোট পদক ১১টি। সাঁতারের পদক এবার ভাগাভাগি করে নিচ্ছে বেশ কয়েকটি দল। স্বাগতিক ফ্রান্স জয় করেছে তিনটি। তিনটি পদকই এসেছে লিও মারশার হাত ধরে। কানাডা ও ইতালি জয় করেছে সাঁতারের দুটি করে পদক। এ ছাড়া একটি করে সাঁতারের পদক জয় করেছে চীন, ব্রিটেন, হাঙ্গেরি, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, আয়ারল্যান্ড, রোমানিয়া ও সুইডেন।