ভারত সফরে দুটি টেস্ট ছাড়াও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। টাইগারদের সফর শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাই টেস্ট দিয়ে। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট কানপুরে। ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচ খেলবে দুই দল। দ্বিতীয় টি-২০ দিল্লিতে ৯ অক্টোবর এবং ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ। ভারত সফরকে সামনে রেখে পূর্ণ রিদমে অনুশীলন করছে টাইগাররা। এর আগে মিরপুর স্টেডিয়ামের সেন্টার উইকেট এবং ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া উইকেটে লাল বলে ব্যাটিং ও বোলিং করে নাজমুল বাহিনী। গতকাল প্রথমবারের মতো সাদা বলে অনুশীলন করেন ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে এখন পর্যন্ত টি-২০ ম্যাচ খেলেছে ১৪টি। একটি মাত্র জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে ১৩টি। ২০১৯ সালে সর্বশেষ টি-২০ সিরিজে একমাত্র জয়টি পেয়েছিল দিল্লিতে।
বাংলাদেশ সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছে টি-২০ বিশ্বকাপে। সেখানে গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতলেও হেরেছে দ্বিতীয় পর্বের সব ম্যাচ। প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন থাকলেও অপরিকল্পিত ক্রিকেট খেলে আফগানিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। সেমিফাইনাল খেলতে হারাতে হতো আফগানিস্তানকে। কিন্তু ডিএল মেথডে হেরে যায়। জাতীয় দলের ক্রিকেটাররা যখন অনুশীলনে ব্যস্ত, তখন নির্বাচক প্যানেল জাতীয় ক্রিকেট লিগ নিয়ে বসেছিলেন অন্য ক্রিকেটারদের সঙ্গে। ১৪ অক্টোবর শুরু হবে চার দিনের ম্যাচ। চার দিনের লিগের পর টি-২০ লিগ খেলবে আট বিভাগ।