কামরান গোলাম। প্রথমবার শুনলেও ভবিষ্যতে নামটি বহুবার শুনতে এবং ক্রিকেটে নানা রেকর্ড গড়তে দেখতে পারেন তাকে। মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক ম্যাচেই এক অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন এ পাকিস্তানী ব্যাটার। ২২৪ বলে করেন ১১৮ রান। তার সেঞ্চুরিতে ধাক্কা সামলে প্রথম দিন শেষে দলের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর নির্বাচক প্যানেল পরিবর্তন ও বাবর-শাহিন-নাসিমকে বাজে পারফরম্যান্সের কারণে বাদ দেয় পিসিবি। ছন্দে না থাকায় দ্বিতীয় টেস্টে বাবর আজমের পরিবর্তে নেওয়া হয় তাকে। তাই সুযোগ পেয়েই বাজিমাত করেন কামরান। এখন তিনি অভিষেক টেস্টে সেঞ্চুরিয়ানদের একজন। পাকিস্তানের ইতিহাসে ১৯৮২ সালে সেলিম মালিক টেস্ট অভিষেকের প্রথম ইনিংসে মাত্র ১২ রান করলেও দ্বিতীয় ইনিংসে এসেছিল তার সেঞ্চুরি।
কিন্তু কামরান তার থেকে এক ধাপ এগিয়ে প্রথম ইনিংসেই সেঞ্চুরি। সেঞ্চুরি পর্ূূ করেন চার মেরে। টেস্ট ক্রিকেটে চার নম্বর পজিশনটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এখানে শুধু দলের অভিজ্ঞ ব্যাটাররা খেলতে আসেন। তাই সচরাচর অভিষেকে চার নম্বরে নতুন কাউকে দেখা যায় না। কিন্তু কামরান এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্বের ষষ্ঠ ব্যাটসম্যান, যিনি চার নম্বরে নেমে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন। এর আগে ছিলেন ২০০০ সালে বাংলাদেশের আমিনুল ইসলাম।