ডিসেম্বরে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এগারোতম আসর। আজ সোমবার হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। আজকের প্লেয়ারদের দলবদলের পর্ব দিয়ে শুরু হচ্ছে আনুষ্ঠানিকতা।
তার আগে ধরে রাখা ও সরাসরি দলে নেওয়া খেলোয়াড়দের তালিকা বিসিবির কাছে জমা দিয়েছে দলগুলো।
সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তারা কোনো ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি।
পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ২ জন করে ক্রিকেটার ধরে রেখেছে। সেইসঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই। এদের মাঝে অবশ্য চট্টগ্রামের দলই এখন পর্যন্ত সবচেয়ে ভারি। সাকিব আল হাসান, শরিফুল ইসলামের পাশাপাশি ৬ বিদেশিকে সাইন করিয়েছে তারা।
তবে এখন পর্যন্ত দল পাননি জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। দল না পাওয়ার তালিকায় আছেন লিটন দাসের নাম।
রিটেইনড ক্রিকেটার (পুরাতন ৪ ফ্র্যাঞ্চাইজের জন্য প্রযোজ্য)
ফরচুন বরিশাল-তামিম ইকবাল (৬০ লাখ টাকা) ও মুশফিকুর রহিম (৬০ লাখ টাকা)।
সিলেট স্ট্রাইকার্স-তানজিম হাসান সাকিব (৪০ লাখ টাকা) ও জাকির হাসান (২৫ লাখ টাকা)।
খুলনা টাইগার্স-নাসুম আহমেদ (২৫ লাখ টাকা) ও আফিফ হোসেন (৪০ লাখ টাকা)।
রংপুর রাইডার্স-নুরুল হাসান সোহান (৪০ লাখ টাকা), শেখ মেহেদী হাসান (৪০ লাখ টাকা)।
ডিরেক্ট সাইনিংয়ে দল পাওয়া ক্রিকেটার (বাংলাদেশি)-
ঢাকা ক্যাপিটালস-মুস্তাফিজুর রহমান (৬০ লাখ টাকা), তানজিদ হাসান তামিম (৪০ লাখ টাকা)।
চিটাগাং কিংস-সাকিব আল হাসান (৬০ লাখ টাকা), শরিফুল ইসলাম (৬০ লাখ টাকা)।
ফরচুন বরিশাল-তাওহীদ হৃদয় (৬০ লাখ টাকা)।
সিলেট স্ট্রাইকার্স-জাকের আলি অনিক (৪০ লাখ টাকা)।
খুলনা টাইগার্স-মেহেদী হাসান মিরাজ (৬০ লাখ টাকা)।
রংপুর রাইডার্স-মোহাম্মদ সাইফউদ্দিন (২৫ লাখ টাকা)।
দুর্বার রাজশাহী-এনামুল হক বিজয় (৪০ লাখ টাকা), জিশান আলম (২০ লাখ টাকা)।
এছাড়া সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করেছে চিটাগং কিংস ৬ বিদেশি ক্রিকেটার ডিরেক্ট সাইনিংয়ে দলে ভিড়িয়েছে। তাদের ডেরায় এরইমাঝে নাম লিখিয়েছে, মইন আলি (ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), হায়দার আলি (পাকিস্তান), অ্যাঞ্জেলো ম্যাথুস (শ্রীলঙ্কা), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান) ও বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।
অন্যদিকে ড্রাফটের আগের রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজেতা ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। এর আগে ঢাকা ক্যাপিটালস তাকে দলে নেয়ার কথা জানিয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত