বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন [এফএএ] ছয়টি টিভি প্রোগ্রাম ও মুভি নির্মাতা প্রতিষ্ঠানকে ড্রোন ব্যবহারের এ অনুমতি দিয়েছে। এর ফলে তারা শুটিংয়ের দৃশ্য ধারণে এখন থেকে মনুষ্যবিহীন বিমান ব্যবস্থা যা ড্রোন নামে পরিচিত তা ব্যবহার করতে পারবে। খবর বিবিসির
এর আগে যুক্তরাষ্ট্রের আকাশসীমার মধ্যে বাণিজ্যিকভাবে ড্রোন ব্যবহারের উপর কড়া বিধিনিষেধ ছিল। তবে ড্রোন ব্যবহারের অনুমতি মিললেও এখনো কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন রাতের শুটিংয়ে ড্রোন ব্যবহার করা যাবে না এবং প্রত্যেক ফ্লাইটের আগে তা ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হবে।