বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৪ বছরে পদার্পণ উপলক্ষে নরসিংদীতে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের নরসিংদী প্রতিনিধি সঞ্জিত সাহার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এম শাহজাজান, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান, কলেজের চীফ কো-অডিনেটর শাহাদাত হোসেন, কো-অডিনেটর সৈয়দ মাহবুব তানিম, প্রভাষক শাহজাহান বায়েজিদ, মহিবুল হক প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে দিবষটির উদযাপন করা হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রতিদিন মানুষের নির্ভরতার প্রতীক। সঠিক তথ্যের আস্থা ও ভরসার আশ্রয়স্থল। পত্রিকাটি জন্মর পর থেকেই মানুষের কথা বলে আসছে। মানুষের কল্যাণে কাজ করে আসছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি মানুষের হৃদয়ে স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/এএম