রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

যেমন ছিল বিল গেটসের বায়োডাটা

চাকরির খোঁজ ডেস্ক

যেমন ছিল বিল গেটসের বায়োডাটা

ধনকুবের ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও একসময় নবীন চাকরিপ্রার্থী ছিলেন। তিনিও চাকরিজীবনে প্রবেশের জন্য বায়োডাটা তৈরি করেছিলেন। কেমন ছিল সেই বায়োডাটা? চাকরিপ্রত্যাশীদের উৎসাহিত করতে  নিজের ৪৮ বছর আগের বায়োডাটা প্রকাশ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। নিজের লিংকডইন প্রোফাইলে হার্ভার্ড কলেজে থাকাকালীন বায়োডাটা শেয়ার করেন তিনি। সিস্টেম অ্যানালিস্ট পদে চাকরি প্রত্যাশায় টাইপরাইটারে লেখা বায়োডাটায় দেখা গেছে, ওই সময় গেটসের উচ্চতা ছিল ৫ ফুট ১০ ইঞ্চি। বেতন ছিল ১২ হাজার টাকা। শেয়ার করা বিল গেটসের এ বায়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আপনি সাম্প্রতিক স্নাতক বা কলেজ ড্রপআউট যা-ই হোন না কেন, আমি নিশ্চিত, আপনার জীবনবৃত্তান্ত আমার ৪৮ বছর আগেরটার চেয়ে ভালো দেখাচ্ছে।’ মাইক্রোসফটের সাবেক প্রধানের পুরনো বায়োডাটায় উল্লেখ করা হয়েছে, তিনি অপারেটিং সিস্টেম স্ট্রাকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট, কম্পিউটার গ্রাফিক্সসহ আরও অনেক বিষয়ে কোর্স করেছেন। বিল গেটসের ওই বায়োডাটা একেবারে ঠিকঠাক ছিল উল্লেখ করে অনেক অনুসারীই তাঁকে এটি শেয়ার করার জন্য ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর