৫ মে, ২০২৩ ২০:১৫

বরিশালে বারি মুগ-৬’র মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বারি মুগ-৬’র মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বরিশালের বাবুগঞ্জে বারি মুগ-৬’র মাঠদিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওই উপজেলার চাঁদপাশায় বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ডাল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার। 

প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. শওকত ওসমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডু এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান। 

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা রাজি উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবুগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, প্রদর্শনীচাষি মো. মনিরুল ইসলাম, কৃষক মো. রফিকুল ইসলাম ও কিষাণী মায়া বেগম প্রমুখ। 

মাঠদিবসের অনুষ্ঠানে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম ও কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক সহ দুই শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।  

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার বলেন, বারি মুগ-৬ একটি ভালো জাত। এর ফলন হেক্টর প্রতি ১.৭ টন (প্রায়)।  ডালের বাজারদর কেজিপ্রতি ১২০-১৪০ টাকা। এটি উচ্চমূল্যের ফসলের অন্তর্ভুক্ত। এ জাতের শস্য চাষ করলে কৃষকের আয় বৃদ্ধি পাবে। পুষ্টির ঘাটতি পূরণ হবে। 

অনুষ্ঠানে ৩.৫ একরের প্রদর্শনী প্লটের জন্য ৪০ কেজি মুগের বীজ, সুষম সার এবং জৈব বালাইনাশক বিনামূল্যে কৃষকদের বিতরণ করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর