ক্যান্সার রোগে আক্রান্ত লোকমান হাকিমের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দিয়েছে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখা।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সাপ্তাহিক হিলিবার্তা অফিসে তার পরিবারের সদস্যর হাতে এই নগদ অর্থ তুলে দেন দৈনিক কালের কণ্ঠের হিলি প্রতিনিধি ও বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর শাখার উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন, শাখার সভাপতি তুহিন বাবু ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার জুই।
এসময় সেখানে বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাকিন হোসেন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশরাত জাহান এশা, কোষাধ্যক্ষ মাহিন ইসলাম, সমাজ কল্যান সম্পাদক রীতি রানী সূত্রধর, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা আঞ্জু ও সাবেক সাধারণ সম্পাদক নাসিম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।উপদেষ্টা গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন, বসুন্ধরা শুভসংঘ হাকিমপুর উপজেলা শাখার সদস্যরা প্রতিনিয়ত পরিবারটির খোঁজ খবর নিয়েছে। আজ সোমবার লোকমান হাকিমের চিকিৎসা করার জন্য তার মেয়ের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। আমি দেশবাসীসহ সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসী ভাইদের কাছে আহবান জানাচ্ছি লোকমান হাকিমের চিকিৎসায় সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।
বিডি প্রতিদিন/হিমেল