‘বসুন্ধরা শুভসংঘ, শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে গঙ্গাচড়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করল বসুন্ধরা শুভ সংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা।
শুক্রবার (২২ নভেম্বর) বেলা ১০ টা থেকে এ কার্যক্রম শুরু করে দুপুর পর্যন্ত চলে এ পরিছন্নতা কার্যক্রম।
এসময় উপজেলা শুভ সংঘের সভাপতি রাহান কবির, সহ -সভাপতি মিরাজ বাবু, সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য সজিব মিয়া, তানজিন তুসারসহ নেতৃবৃন্দরা অংশ নেয় এই পরিছন্নতা কাজে। সম্প্রতি সময়ে ডেঙ্গুর প্রকোপ থেকে উপজেলার বাসিন্দাদের বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে অঙ্গীকার করেছেন শুভসংঘের বন্ধুরা।
বিডি প্রতিদিন/আশিক