বরগুনা পৌরসভার এ লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সদস্যরা।
‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচি পরিচালনা করা হয়। বিদ্যালয়ের সামনের ঝোপঝাড় ও অপরিচ্ছন্ন জায়গা পরিষ্কার করেন শুভসংঘের সদস্যরা। পরিচ্ছন্নতা কার্যক্রম চলে দুপুর পর্যন্ত।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদা লিপি, বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি গোলাম সরোয়ার শাহিন, সহ-সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সামছুর রহমানসহ শিক্ষক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
তারা জানান, সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু থেকে জেলাবাসীকে বাঁচাতে এবং সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও অঙ্গীকার করেন তারা।
বিডি প্রতিদিন/এমএস