শীতের তীব্রতা লাঘবে বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শিশুদের মাঝে পেট্রোলিয়াম জেলি, সরিষার তেল, কোল্ড ক্রিম ও বডিলোশন উপহার দিয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখা সভাপতি ফারিয়া হক তাজিম বলেন, এই শীতে অসহায় শিশুদের মাঝে উপহারসামগ্রী গুলো ত্বক সুরক্ষায় খুব কাজে আসবে। ভবিষ্যতেও আমরা শুভসংঘ থেকে শিশুদের জন্য আরও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করবো এবং তাদের পাশে দাঁড়াবো।
সুমাইয়া নামে এক কিশোরী ফুলবিক্রেতা শীত সামগ্রী পেয়ে খুশি হয়ে বলেন - "দৈনিক রোজগার দিয়ে তার এবং ফ্যামিলির ৩ বেলার খাবার যোগাড় করতে হিমসিম খেতে হয়। একারণে শীত সামগ্রী কেনা অনেকটা কষ্টসাধ্য বিষয় ছিল।"
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি ফারিয়া হক তাজিম, সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মিথুন, ইফফাত সুলতানা, জ্যোতি আক্তার জুই, লাবণ্য রায়, জান্নাতুল ফেরদৌস,সামসি আরা আক্তার ছোয়া।
বিডি প্রতিদিন/আশিক