ফরিদপুরে শিক্ষার্থীদের নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ও তথ্য সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
শুভসংঘের ফরিদপুর জেলা সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও শুভসংঘের প্রধান উপদেষ্টা প্রফেসর এস এম আব্দুল হালিম। এ সময় রাজেন্দ্র কলেজের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ফরিদপুর জেলা শুভসংঘের দপ্তর সম্পাদক তিহান আহমেদের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপদেষ্টা হারুন অর রশিদ, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, বসুন্ধরা শুভসংঘের জেলার সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, কার্যনিবাহী সদস্য সনত চক্রবর্তী, কলেজ শিক্ষার্থী অর্ঘ্য শিকদার ও ফয়সাল প্রমুখ।
বক্তারা বলেন, দিনদিন ই-মেইলসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে সাইবার অপরাধের সাথে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জড়িয়ে পড়ছে। যে কোন ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে আমরা সাইবার অ্যাক্টের শিকার হতে পারি। তাই এসব বিষয়ে আমাদের আরও সচেতন হতে হবে। আমরা ভাল কাজের জন্য ইন্টারনেট ব্যবহার করবো।
সভায় ফরিদপুর কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা কেউ ফেসবুকে বা কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বা পরিবারের কোন তথ্য শেয়ার করবো না। এগুলো শেয়ারের মাধ্যমে আমরা হ্যাকারের শিকার হতে পারি। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। কেউ বুলিং বা হয়রানির শিকার হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন।
তিনি বলেন, আপনারা না বুঝে কোন লিংক ব্যবহার করবেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী সিকিউরিটি ব্যবহার করুন।
আলোচনা সভার প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর এস এম আব্দুল হালিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘প্রযুক্তির এ সময় সাইবার অপরাধ বাড়ছে। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। এজন্য সকলকে সর্তক অবস্থায় ইন্টারনেট ব্যবহার করতে হবে। আমরা প্রযুক্তিকে কেউ খারাপ কাজে ব্যবহার করবো না, সকলেই ভালো কাজে ব্যবহার করবো।’
বিডি প্রতিদিন/জামশেদ