পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর পূর্বপাড়ার শারীরিক প্রতিবন্ধী আব্দুল মালেক সরদারের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (১৬ মে) দুপুরে তার বাড়ির সামনে ছোট মুদিখানার দোকানে মালামাল সহায়তা হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ স্কাউট পাবনা জেলা রোভার সম্পাদক আলী আকবর রাজু, কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রাজীব জোয়ার্দার, শুভসংঘ সুজানগর শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মিঠুন মিয়া, হৃদয় প্রামাণিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
৪৩ বছর বয়সী আব্দুল মালেক সরদার মথুরাপুর গ্রামের বাসিন্দা। তার বাবা সেকেন্দার সরদার জানান, “২২ বছর বয়সে ট্রাকের মালামালের নিচে পড়ে মারাত্মক আহত হয় মালেক। এরপর থেকেই সে আর স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। বাড়ির সামনেই একটি ছোট মুদিখানা দোকান চালিয়ে কোনোমতে সংসার চলে। আজ বসুন্ধরা শুভসংঘ পাশে দাঁড়িয়েছে, এজন্য কৃতজ্ঞতা জানাই।”
মালেকের তিন ছেলে কৃষিকাজ ও দিনমজুরের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। তার একমাত্র মেয়ে বিবাহিত। দীর্ঘদিন ধরেই গাজনার বিলপাড়ে দোকানে বসে ক্রেতার অপেক্ষায় থাকেন মালেক। দোকানে পণ্য কম থাকায় বিক্রিও কম, আর এই সামান্য আয়ে পাঁচ সদস্যের পরিবার চালাতে হয় তাকে।
এমন সময় শুভসংঘ দোকানে নতুন মালামাল দিয়ে সহায়তা করে মালেককে কিছুটা স্বস্তি এনে দেয়।
আলী আকবর রাজু বলেন, “বসুন্ধরা শুভসংঘ সুজানগরের অনেক প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা মালেকের পাশে দাঁড়িয়ে তাকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করেছি।”
আব্দুল মালেক জানান, “শুভসংঘের দেওয়া মালামাল পেয়ে খুব ভালো লাগছে। এখন ভালোভাবে চলতে পারব। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্যারের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “বসুন্ধরা শুভসংঘ সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যদি অন্যান্য প্রতিষ্ঠানও এভাবে এগিয়ে আসে, তাহলে সমাজের দুঃখী মানুষের কষ্ট অনেকটা লাঘব হবে।” তিনি মালেকের জন্য একটি হুইলচেয়ার ও অন্যান্য সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।
বিডি প্রতিদিন/আশিক