গাইবান্ধার রামচন্দ্রপুরের গড়দিঘী এম এ প্রি ক্যাডেট কিন্ডার গার্টেন চত্বরজুড়ে বুধবার বসেছিল শিশুদের আনন্দের হাট। বসুন্ধরা শুভসংঘ সদর উপজেলা শাখা আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা হয়ে গেছে কদিন আগে। মাঝে পরীক্ষা, তাই পুরস্কার বিতরণ অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল। ফলাফল জানা নেই, তাই পাশাপাশি ছোট্ট মুখগুলোতে উৎকণ্ঠার ছাপ। আগ্রহ নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরাও অপেক্ষা করছিলেন।
দুপুরে চতুর্থ পিরিয়ড শেষ হতেই ক্লাস রুমে শুরু হল অনুষ্ঠান। সদর উপজেলা শুভসংঘের সভাপতি সামিউল বাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো. মনজু মিয়া। পড়াশোনা, শিশুদের স্বাস্থ সুরক্ষা, সংস্কৃতি চর্চাসহ নানা বিষয়ে কথা বললেন জেলা শুভ সংঘের সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আহসানিয়া স্নিগ্ধা, স্থানীয় শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জোহা আকন্দ, সদর উপজেলা কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী, মেহেদী হাসান, মোছা. সুমি আকতার ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন। এরপর শুরু হল পুরস্কার বিতরণ পর্ব। তিনটি বিভাগের নয়জন বিজয়ী পুরস্কার গ্রহণ করলেও সত্তর জন শিশুর উচ্ছ্বাসের করতালি ছিল দেখার মতো।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মনজু মিয়া বললেন, বসুন্ধরা শুভ সংঘের সামাজিক নানা কাজের কথা শুনেছি। তারা কি ভাবে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় তা আমার জানা। চিত্রাংকন প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বললেন, আয়োজন ছোট কিংবা বড় যাই হোক, আমাদের ছোট্ট শিক্ষার্থীরা বেশ ক’দিন তা নিয়ে মেতেছিল। তিনি গড়দিঘীর মতো প্রত্যন্ত এলাকার শিশুদের জন্য এ ধরণের আয়োজন নিয়মিত করার অনুরোধ জানালেন।
সভাপতি সামিউল বাছির জানালেন, সদর উপজেলা কমিটির মাধ্যমে এই অঞ্চলে বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা, গ্রামীণ ক্রীড়ার আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সংগঠনের তরুণ বন্ধুরা কাজ করতে চান।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছে- ক বিভাগে প্রথম নূর মোহাম্মদ, দ্বিতীয় সাজ্জাদ আকন্দ, তৃতীয় মোছা ফারজানা, খ বিভাগে প্রথম জাকিয়া আখতার সুলতানা, দ্বিতীয় মো. সাব্বির, তৃতীয় আজমিরা, গ বিভাগে প্রথম মোজাহিদ মিয়া, দ্বিতীয় জুবায়ের মিয়া, তৃতীয় সৌরভ ইসলাম। সমগ্র অনুষ্ঠান সমন্বয় করেন শুভসংঘের বন্ধু মো. জাকির মিয়া, হামিম চৌধুরী, নূর আলম, ইমন মিয়া ও শরীফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএম