পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের কপোতাক্ষ নদের পাড়ে মাহমুদকাটী ঘাটের দরিদ্র অসহায় চা দোকানদার মনি শংকরকে শুক্রবার দুপুরে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইলেকট্রিক কেটলি, গ্লাসসেট, পানির পট, চা, চিনি, বিস্কুট, ছাকনিসহ প্রভৃতি জিনিসপত্র সহায়তা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব গাঙ্গুলী, বিশেষ অতিথি ছিলেন এলাকার মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী, উপজেলা সভাপতি কার্তিক রুদ্র, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান সরদার, স্বাস্থ্য ও মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নূর ইসলাম, কার্যকারী সদস্য প্রীতম দাশ, প্রভাষক সমীর রায়, প্রভাষক সেলিম জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবক সহদেব মন্ডল, মো. আবুল সরদারসহ আরও অনেকে।
মণি শংকর লক্ষ্মীকান্ত দাশের ছেলে। তিনি অল্প বয়সে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে সংসারের দায়িত্ব কাঁধে নিতে গিয়ে চায়ের দোকান দেন। কিন্তু মালামাল কম থাকায় অনেক সমস্যা ও কষ্টের মধ্য দিয়ে তার জীবিকা নির্বাহ করতে হয়। বসুন্ধরা শুভসংঘের উপহার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে ওঠেন তিনি। "আমি অনেক খুশি হয়ছি। এই দিয়ে আমি বেশি বেশি চা বানাতি পারবো। বেচাকেনা বেশি হবে। আপনারা সবাই ভালো থাকবেন।" এভাবেই মনের অভিব্যক্তি প্রকাশ করেন মণি শংকর।
প্রধান অতিথির বক্তব্যে রাজীব গাঙ্গুলী বলেন, আমি বসুন্ধরা শুভসংঘের নাম শুনেছি। এটা খুবই ভালো উদ্যোগ। এভাবে কাজ করলে সমাজের ছিন্নমূল মানুষের উপকার হবে। আমি বসুন্ধরা শুভসংঘের সফলতা কামনা করি।
বিডি প্রতিদিন/এএম