বাজারে আসতে শুরু করেছে বাহারি জাতের মৌসুমি ফল। কিন্তু সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীরা মৌসুমি এই ফলের স্বাদ নিতে পারে না। তাই সেসব অসহায় শিশু ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখা।
শনিবার (২৪ মে) এ আয়োজনে উপস্থিত শিশুদের মাঝে আম, জাম, কাঁঠাল, আনারস, পেপে, কলাসহ নানা রকম মৌসুমি ফল পরিবেশন করা হয়।
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী শাখার সভাপতি আব্দুল হান্নান মিল্টনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি খান শাহরিয়ার ফয়সালের সার্বিক তত্বাবধানে ফল উৎসবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুমন মিয়া, রাকিব মাহমুদ, আলমগীর হোসাইন, হারুন-অর-রশীদ, হাবিবুল বাশার, নুসরাত জাহান, সামিদা আলম মনিকা, শাহিনুরসহ শুভসংঘের অন্যান্য সদস্যবৃন্দ।
শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন ও স্থানীয় স্কুল শিক্ষক জাকির হোসাইন।
এই ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে শিশুদের চোখে মুখে ফুটে ওঠে বাঁধভাঙা আনন্দ। বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবীদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা।
তারা তাদের সময়, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে সুবিধা বঞ্চিত শিশু ও দরিদ্র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন।
সমাজের প্রতিটি স্তরে ও প্রতিটি জেলা-থানা পর্যায়ে অসহায় মানুষের পাশে থেকে যে মানবিক দৃষ্টান্ত শুভসংঘ স্থাপন করেছে, তা সত্যিই অনুকরণীয় বল মন্তব্য করেছেন উপস্থিত অতিথিবৃন্দ। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা।
বসুন্ধরা শুভসংঘ যাত্রাবাড়ী থানা শাখার সহ-সভাপতি খান শাহরিয়ার ফয়সাল বলেন, ‘এমন উদ্যোগ সমাজে সচেতনতা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দেয় — যা একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগায়। আমরা শুভ কাজে সবার পাশে আছি।’
বিডি প্রতিদিন/জামশেদ