বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে রক্তদান ও রক্তের রোগ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ, সহ-সভাপতি আশরাফুল ইসলাম সাজ্জাদ, অর্থ সম্পাদক নুসাইবা ইসলাম, কার্য নির্বাহী সম্পাদক মাসুদা তাসনিম কৃতী, সদস্য ইসরাত জাহান এশা ও তানজিলা মনির তৃষা।
বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা এসময় জানান, রক্তদান এবং রক্তের রোগ সংক্রান্ত সকল বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন শুধু স্বাস্থ্য সচেতনতাই নয়, বরং মানবিকতার অনন্য দৃষ্টান্তও স্থাপন করে। এই ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানার সুযোগ পায়, যা জরুরি সময়ে জীবন রক্ষার জন্য অপরিহার্য। দুর্ঘটনা, অপারেশন বা কোনো জটিল চিকিৎসায় দ্রুত রক্তের প্রয়োজন হলে আগে থেকে জানা রক্তের গ্রুপ তাৎক্ষণিক সমাধানে সহায়তা করে। একই সঙ্গে, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন থেকে তৈরি হওয়া ডোনার নেটওয়ার্ক ও তথ্যভাণ্ডার ভবিষ্যতে রক্তের সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া, এ উদ্যোগ মানুষের মধ্যে রক্তদানে আগ্রহ সৃষ্টি করে, যা সমাজে একতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়।
এ ধরনের উদ্দ্যোগের জন্য বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সকল সদস্যকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
বসুন্ধরা শুভসংঘ গণবিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, আমরা চেষ্টা করেছি সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধকে বাস্তবে রূপ দিতে। বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুসারে আমরা এই সুন্দর আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি, এবং সামনে ইনশাআল্লাহ আরও অনেক সুন্দর ও অর্থবহ আয়োজন করতে চাই।
বিডি প্রতিদিন/হিমেল