২২ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৫৩

আলোর সন্ধানে চন্দন আনোয়ারের ‘অর্পিত জীবন’

অনলাইন ডেস্ক

আলোর সন্ধানে চন্দন আনোয়ারের ‘অর্পিত জীবন’

বাংলাদেশের কথাসাহিত্যিক আনোয়ারের পশ্চিমবাংলায় বিদগ্ধ-মহলে বিশেষ পরিচিতি সুলেখক ও ‘গল্পকথা’র সম্পাদক হিসাবে। তার ছোটগল্পের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল। বেশ একটু ভিন্ন স্টাইল বলে মনে দাগও কেটেছিল। ধারালো ভাষা ও রহস্যময়তার মিশেলে বাস্তবের স্পর্শকাতর উপস্থাপনা নিঃসন্দেহে পাঠকদের মনোযোগ আকর্ষণ করে।

পশ্চিমবাংলার বিশিষ্ট চিন্তাশীল সাহিত্যপত্রিকা ‘সৃষ্টির একুশশতক’-এর উৎসব সংখ্যায় প্রকাশিত আলোর সন্ধানে ‘অর্পিত জীবন’ আমাকে তার উপন্যাসের সঙ্গে প্রথম পরিচয় করায়। উপন্যাসটি কলকাতার বইমেলায় ‘একুশ শতক’ প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত হয়েছে। এছাড়াও বইটি বাংলাদেশের একুশের বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে বেরিয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর