ব্লাড ক্যান্সারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক সিফাত মুনতাহিনা সনির চিকিৎসা সহায়তায় চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। ইবি চলচ্চিত্র সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। চলচ্চিত্র তিন হল 'কুংফু পান্ডা-৩', 'থ্রি ইডিয়টস্' এবং 'দিপু নাম্বর-২'।
ইবি ফিল্ম সোসাইটির সদস্য অসিফ খান জানান, চলচ্চিত্র প্রর্দশণী থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সারে আক্রান্ত শিক্ষকের চিকিৎসায় ব্যয় করা হবে। এছাড়া সমাজের বিত্তবান, দানশীল ও হৃদয়বান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে বিশ্ববিদ্যালয় শিক্ষককে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হতে হবে না।
পরিসংখ্যান বিভাগের সহকারি অধ্যাপক সিফাত মুনতাহিনা সনির চিকিৎসার জন্য প্রায় এক কোটি টাকার প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে সহযোগিতা করতে ব্যাংক অ্যাকাউন্ট ; মো. শাকিল আহাম্মদ ও মোসা. সিফাত মুনতাহিনা সনি, নম্বর : ১১০.১৫১.০০৭৫৪৪৮, ডাচ বাংলা ব্যাংক লি., ধানমন্ডি শাখা, শাখা, সুইফট কোড- ডিবিবিএলডিডিএইচ১১০ বিকাশ নম্বর: ০১৯২২ ৪০৭৫৫২ (সনি), ০১৭৯০ ৭৪৫৬৭৬ (সনি), ০১৯১৮ ১১২০৮৮ (শাকিল), ০১৭১৫ ৬৯৫২২২ (শাকিল)।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৭/ফারজানা