মেয়াদ শেষ হওয়ার ৫৩ দিন আগেই পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্টার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক। সোমবার সকাল ১১টার দিকে উপাচার্য বরাবর তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক বাংলাদেশ প্রতিদিনকে জানান, ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করছি। এখানে অন্য কোনো কারণ নেই।
তবে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আসার একদিন পরেই পদত্যাগ করার বিষয়টি জানতে চাইলে-ব্যস্ত আছি বলে মুঠোফোন কেটে দেন।
অন্য একটি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য এসেছে। এখন তিনি তার ইচ্ছেমতো রেজিস্টার রাখতে পারেন। যেকোনো সময় বর্তমান রেজিস্টারকে তার পদ থেকে অপসরণ করা হতে পারে। তাই বর্তমান রেজিস্টার নিজের ইচ্ছাতেই সকালে পদত্যাগ পত্র জমা দেন।
এ বিষয়ে উপাচার্য ড. আবদুস সোবহান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদত্যাগ পত্র আমি এখনো গ্রহণ করিনি। এর আগে রেজিস্টার আমার কাছে মৌখিকভাবে পদত্যাগের বিষয়টি জানিয়েছিলেন। তবে আমি তাকে তার পদে বহাল থাকার জন্য অনুরোধ করেছি। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের কাছে সহায়তা চেয়েছি।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ জুলাই রাবির রেজিস্টার হিসেবে চার বছরের জন্য রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হককে নিয়োগ দেয়া হয়। আগামী ৩০ জুন তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৭/ফারজানা