ছুরি দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুর্বত্তরা। রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশে আম বাগানে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী হলেন এসএম বাপ্পি। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
এসএম বাপ্পি জানান, সোমবার রাত ৯টার দিকে হবিবুর রহমান হল থেকে খেয়ে তিনি কাজলায় তার মেসে ফিরছিলেন। এ সময় প্যারিস রোড থেকে জুবেরী ভবনের দিকে যাওয়ার সময় আম বাগানের অন্ধকারে তিনজন নেশাগ্রস্ত যুবক তার পথ রোধ করে। এ সময় ছুরি দেখিয়ে তার কাছ থেকে যা আছে দিয়ে দিতে বলে। ভয়ে বাপ্পি তার সঙ্গে থাকা একটি মোবাইল ও এক হাজার টাকা দিয়ে দিলে দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীম আহমেদ বলেন, এ ধরণের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এতদিন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় এসব বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারছিলাম না। এখন থেকে আমরা এসব ব্যাপারে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।
বিডি-প্রতিদিন/০৮ মে, ২০১৭/মাহবুব