বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তীতে উপলক্ষ্যে নানা কর্মসূচী পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং চারুকলা বরিশাল। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে সোমবার সকাল ১১ টায় কীর্তনখোলা হলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের চেয়ারম্যান শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পৃথিবীতে এমন কিছু মানুষ আসে যারা তাদের কর্মের দ্বারা যুগযুগ ধরে পরিচিত হয়ে থাকে। সে রকমই একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনিই একমাত্র কবি, যিনি ৩টি দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা, অন্য কোন কবির ক্ষেত্রে এই বিরল ইতিহাস নেই। রবীন্দ্রনাথ তার কবিতায় সমাজের সব দিকগুলো তুলে নিয়ে এসেছেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন রবীন্দ্রনাথের এক একটি গানই আমাদের প্রেরণা যুগিয়েছে। তাই রবীন্দ্র সঙ্গীতকে কোন ভাবেই বিকৃতরূপে উপস্থাপন করা যাবে না। উপাচার্য প্রকৃত সুরে রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, এবারের রবীন্দ্র জন্মজয়ন্তীতে আমাদের অঙ্গীকার হোক শুদ্ধ সুরে রবীন্দ্র সঙ্গীত চর্চা।
অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা ও নাটক মঞ্চায়ন করা হয়।
এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে ‘বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি’র আয়োজনে সংগঠনের চীফ মডারেটর ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়ছারের সভাপতিত্বে উপাচার্য ও ট্রেজারারের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিকেলে এক রবীন্দ্র সাহিত্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভাগীয় প্রধানগন, ছাত্র উপদেষ্টাবৃন্দ, শিক্ষকমন্ডলী, পরিচালকগন, ডিবেটিং সোসাইটি’র নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বরিশালে চারুকলার উদ্যোগে সোমবার সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় অন্যানদের মধ্যে চারুকলার সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, এ্যাডভোকেট সুভাষ চন্দ্র দাস নিতাই, চন্দ্র শেখর রায় বাবুল, দিপ্তী রানী ঘোষ, সাঈদ পান্থ, তমাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় চারুকলা কার্যালয়ে রবীন্দ্র সংগীতের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন