বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উদ্ভিদ বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সুব্রত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান।
প্রধান অতিথি উপাচার্য সংবর্ধিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাস্তবতা মেনে নিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। জিপিএ-৫ এর পিছনে না দৌড়িয়ে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে পরিশ্রম করতে হবে। তাহলেই সফল হতে পারবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র উপদেষ্টাবৃন্দ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি প্রতিদিন/৯ মে ২০১৭/হিমেল