রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীকে আটকে রেখে মুক্তিপণ দাবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজশাহী নগরীর পদ্মার চর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ প্রচেষ্টায় ওই দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীরা পালিয়ে গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে তারা পদ্মার চরে বেড়াতে গেলে তিন জন অপরিচিত যুবক এসে তাদের সঙ্গে কথা বলা শুরু করে। এক পর্যায়ে অপরিচিত যুবকরা তাদেরকে ভয় দেখিয়ে পদ্মা টি-বাধে নিয়ে যায়। সেখানে নিয়ে শিক্ষার্থীদের বাসায় ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। টাকা না দিলে প্রাণ নাশের হুমকি দেয় দুর্বৃত্তরা। ঘটনাটি মুঠোফোনে ভুক্তভোগীরা তাদের বন্ধুদের জানায়। ভুক্তভোগীর বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরকে জানালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ বলেন, অপহরণের খবর পেয়ে আমরা নগরীর মতিহার, রাজপাড়া ও বোয়ালিয়া থানার পুলিশকে জানাই। সেই সঙ্গে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাহায্য চাই। পুলিশের সহযোগিতায় বিকেল ৫ টার দিকে তাদেরকে উদ্ধার করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানউল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে আসলে শিক্ষার্থীদের রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে শিক্ষার্থীদের থানায় এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জিম্মায় দিয়ে দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ