পূর্ব শত্রুতার জের ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত শরিফুল নামের এক ঠিকাদারের উপর হামলা করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের আশির্বাদপুষ্ট দুই বহিরাগত ক্যাডার। বহিরাগত ওই ক্যাডারদের নাম বশির ও সিরাজুল। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জিয়াউর রহমান হলের সামনে এ হামলার ঘটনা ঘটে। এসময় ওই ঠিকাদারের মোটরসাইকেল ও মানিব্যাগসহ টাকা ছিনতাই এর ঘটনাও ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে জিয়াউর রহমান হলের ঠিকাদার শরিফুর ইসলাম হলের সংস্কার কাজ তদারকি করতে আসে। হলে ঢুকতেই বহিরাগত ক্যাডার বশির ও সিরাজুল পেছন থেকে এসে তার উপর হামলা চালায়। এতে শরিফের মাথা ও শরীরে গুরুতর ভাবে জখম হয়। এক পর্যায়ে বশির শরিফের মোটরসাইকেলের চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এসময় হলের শিক্ষার্থীরা ও আশেপাশের লোকজন এসে শরিফকে উদ্ধার করে। পরে তারা মোটরসাইকেল ও মানিব্যাগ নিয়ে ক্যাম্পাস থেকে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শরিফকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ঠিকাদার শরিফুল ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলামের একান্ত অনুগত হওয়ায় নিয়ম বহির্ভূতভাবে ক্যাম্পাসে বিভিন্ন কাজের ঠিকাদারি নিয়ে আসছিল। তবে ছাত্রলীগের নতুন কমিটি হওয়ায় পরেও শরিফ একইভাবে কাজ করায় তার উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা করা হয়েছে বলে ছাত্রলীগের কয়েকজন কর্মী জানিয়েছেন।
এব্যপারে আহত শরিফুল ইসলাম জানান, ‘আমি হলে ঢুকতেই বশির ও সিরাজুল আমার উপর আক্রমন করে মোটরসাইকেলের চাবি, মোবাইল, মানি ব্যাগ নিয়ে চলে যায়। আমি এবিষয়ে ইবি থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ বলেন, সবাই বহিরাগত তবে এদের একজন ছোট ঠিকাদার। আহত ঠিকাদারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে। আমরা অভিযুক্তকে গ্রেয়তারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। ক্যাম্পাসে বহিরাগত কোনভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/১২ মে ২০১৭/হিমেল