ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের পুকুরের পানিতে ডুবে জনি নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে পুকুরে গোলস করতে গেলে এ ঘটনা ঘটে। জনি বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
সহপাঠীরা জানান, সকালে বন্ধুদের সঙ্গে জহুরুল হক হলের পুকুরে গোসল করতে গেলে পানিতে ডুবে যান তিনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৫ মে, ২০১৭/মাহবুব