রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল নাহিয়ান নামের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। রবিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ লে. সেলিম হলে এ ঘটনা ঘটে।
রুয়েট সূত্রে জানা গেছে, ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী তানভীর আহমেদ আবির লে. সেলিম হলে ১৫ সিরিজের বেশ কয়েকজন কর্মী নিয়ে অবৈধভাবে থাকতেন। সম্প্রতি হলের কয়েকটি কক্ষে নতুনভাবে সিট বরাদ্দ দেয় হল কর্তৃপক্ষ। বরাদ্দকৃত সবাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী। অবৈধভাবে থাকা ওইসব ছাত্রলীগ কর্মীদের হল ছেড়ে চলে যেতে বলেন নতুন বরাদ্দ পাওয়া ছাত্রলীগ কর্মীরা। হল প্রশাসনও তাদেরকে হল ছেড়ে দিতে বলে। তবে তারা হল না ছাড়ায় রবিবার সকালে হল প্রশাসনের সাথে বাক-বিতণ্ডা হয় আবিরের। রবিবার রাত ৮টার দিকে ওই কক্ষগুলোতে অবস্থান করা ছাত্রলীগ কর্মীদের সাথে কক্ষ বরাদ্দ পাওয়া ছাত্রলীগ কর্মীদের কথাকাটাকাটির একপর্যায়ে আবিরের সমর্থকদের ধাওয়া দেয় সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। আল নাহিয়ান দৌড়ে পালানোর সময় রড দিয়ে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে সেলিম হলে কিছু শিক্ষার্থী অবৈধভাবে অবস্থান করছিলো। তাদের নামে অনেক রিপোর্ট শুনেছি। রবিবার (১৪ মে) সাধারণ শিক্ষার্থীদের সাথে ঝামেলা করায় তাদেরকে ধাওয়া দেয়ার কথা শুনেছি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ