জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জবির ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
এসময় তিনি বলেন, জনগণের কল্যাণার্থে পরিসংখ্যানের চিন্তা ও চেতনার শক্তির সঠিক প্রয়োগ করতে হবে। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে নিজেদেরকে আধুনিক তথ্যে সমৃদ্ধশালী হতে হবে। এসময় পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার