ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সাথে শিক্ষককের যৌন কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষক মো: মিনহাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মো: হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে বলা হয়, অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ধারায় মামলা হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। এ অবস্থায় ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার একাডেমিক ও নন-একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোন প্রয়োজনে তাকে তলব করলে তিনি উপস্থিত হতে বাধ্য থাকবেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২ই মে সোমবার হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আসমা সরকার রীপা একই বিভাগের প্রভাষক মো: মিনহাজ উদ্দিন বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ করে। এর দুইদিন পর ওই ছাত্রী ত্রিশাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন একটি মামলা করলে গত ৮ মে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকা থেকে প্রভাষক মিনহাজ উদ্দিন’কে গ্রেফতার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান জানান, গ্রেফতারকৃত শিক্ষক মিনহাজ বর্তমানে কারাগারে আটক আছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত রেজিস্টার কৃষিবিদ হুমায়ন কবীর বলেন, শিক্ষক মো: মিনহাজ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, যৌন অপরাধের ঘটনায় তদন্ত কমিটি গঠন করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। ফলে সে মোতাবেক কমিটি গঠন করতে ইতিমধ্যে মানবাধিকার কর্মী ও অন্য বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষিকার নাম চাওয়া হয়েছে। নাম পেলেই আগামী দুই-তিন দিনের মধ্যে ওই তদন্ত কমিটি পুনগঠন করে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।
বিডি প্রতিদিন/১৬ মে ২০১৭/হিমেল